প্রেস বিজ্ঞপ্তি;
রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্স ২৬ নভেম্বর মঙ্গলবার ১১তম চার্টার নাইট অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্যাপন হয়েছে। চট্টগ্রামের হোটেল ওয়েল পার্কের রুফ টপ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য, রোটারি নেতৃবৃন্দ, এবং সম্মানিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মির্জা মোহমেদ জামশেদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এম এ হাসান এবং ক্লাবের অন্যান্য সদস্যরা কেক কেটে এই বিশেষ দিনটি উদ্যাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা, বিশেষ করে সমাজকল্যাণমূলক প্রকল্পগুলোর বিষয়ে আলোকপাত করেন। ক্লাবটি তাদের কমিউনিটির উন্নয়নে সৃষ্টিশীল এবং কার্যকরী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। চার্টার নাইটের আয়োজন নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।