প্রেস বিজ্ঞপ্তি ;
বাঁশখালীর রহমপুর প্রকাশ (দলতলী)পাহাড়ের আধ্যাত্মিক জ্ঞানসাধক হযরত দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী (রা:) আস্থানা ও রেয়াজত স্থল, তার পুত্রের মাজার শরীফ মোঃ মহিউদ্দিন শাহ (রা:) মোহাম্মদ জসিম উদ্দিন শাহ (রা:) এর পুকুরিয়ার রহমপুর প্রকাশ (দলতলী) পাহাড়ে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ- মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও ফাতেহা শরীফ স্থলাভিষিক্ত গদিনশীন খাঁকছার মৌলভী মোহাম্মদ সিরাজ উল্লাহ চিশতীর সভাপতিত্বে আগামী ২৭ শে সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় থেকে সারাদিন ব্যাপি অনুষ্ঠিত হবে।
উক্ত জশনে জুলুসে ঈদ-এ- মিলাদুন্নবী (সা:) ও ফাতেহা শরীফে খতমে কোরআন,খতমে জালালি,খতমে গাউছিয়া শরীফ মিলাদ ও দোয়া মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হইবে।
এতে আশেকে রসূল, আশেকানে ভক্তবৃন্দ ও মুরিদান গনের প্রতি ঈমানী দাওয়াত রইলো।
শুভেচ্ছান্তে..
মর্তুজিয়া চিশতিয়া রশিদিয়া জমিরিয়া ত্বরিকার দরবার কমিটির পরি স্থলাভিষিক্ত গদিনশীন খাঁকছার মৌলাভী মোহাম্মদ সিরাজ উল্লাহ চিশতী।