চট্টগ্রাম ;
আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের বায়োজিদ থানার শীতলঝর্ণা এলাকার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনারের পরিবারের উপর বিভিন্নভাবে নির্যাতন করে যাচ্ছে ভূমিদস্য রাশেদুল আলম।
মৃত ইয়াকুব কমিশনারের জায়গা/জমি দখল মাটি ভরাট ও বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে রাউজানের ভূমিদুস্য রাশেদুল আলমের বিরুদ্ধে।
মৃত এয়াকুব কমিশনারের পরিবার সূত্রে জানা যায়, বিগত ৩ বছর যাবত বিভিন্নভাবে নির্যাতন করছে এই জায়গা /জমি নিয়ে রাউজানের রাশেদুল আলম গং।
বিগত ২৯১৩/২১ মামলার ২১/১১/২০২১ সালে সিনিয়র সহকারী জজ তাহরিনা আক্তার নওরীন এর ৫ম সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন আমেনা বেগম বাদী হয়ে।
আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নালিশী তফসিলোক্ত সম্পত্তির বিবাদী যাহাতে রূপ পরিবর্তন করতে না পারে, কিংবা নালিশী তফসিলোক্ত সম্পত্তি বেআইনীভাবে হস্তান্তর ও বাদীগনকে উচ্ছেদ করিতে না পারে তৎমর্মে বিবাদীকে আপত্তি দাখিল ও ঐ জায়গার উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়।
এতে আরো বলা হয় দু’তোরফা সুনানীঅস্তে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বলবত থাকবে।
ভুক্তভোগী আমেনা বেগম বলেন,বিগত ১৩ আগষ্ট ‘ (মঙ্গলবার ) সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় শীতলঝর্ণা জায়গায় মাটি ভরাট ও বাড়ি নির্মাণের কাজ করছে জানতে পারায়,আমেনা বেগম বাদী হয়ে অভিযোগ করিলে বায়োজিদ থানাধীন দায়িত্বরত সেনাবাহিনীর অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন,তিন তিনবার কিন্তু বিবাদী রাশেদুল আলম কে তল্লাশি করে পাওয়া যায়নি, সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয়দের বলেন এই জায়গায় সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোন প্রকার কর্মকাণ্ড চলিবে না, কাজ বন্ধ থাকিবে রাশেদুল আলমকে বলিবেন।
মৃত ইয়াকুব কমিশনারের পরিবারের আমেনা বেগম ও ফারজানা বেগম এর প্রতিকার চেয়েছেন সেনাবাহিনীর অফিসার ও প্রশাসনের প্রতি ন্যায় বিচারের প্রার্থনা করেছেন।