চট্টগ্রাম :
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সেবা,একতা,প্রগতির মূলমন্ত্রের ধারক বাহক সিজেকেএস, সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন পাঁচলাইশ যুব সংঘ, অঙ্গসংগঠন পাযুস মহিলা ফোরাম, শিশু সংগঠন সবুজমেলার অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা গত ১২ জুলাই ২০২৪ ইং গত শুক্রবার সন্ধ্যা ৭টায় পাযুস ছিদ্দিক আহমদ মেমোরিয়্যাল হলে পাঁচলাইশ যুব সংঘের চেয়ারম্যান ও পাযুস সাধারন সভা ও নির্বাচন-২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. শহিদুল আলমের সভাপতিত্বে, সাধারন সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাবেক সফল মেয়র আলহাজ¦ আ. জ.ম. নাছির উদ্দিন। সভায় তিনি বলেন পাঁচলাইশ যুব সংঘ একটি ঐতিহ্যবাহি সংগঠন। সমাজ আলোকিত করার লক্ষে দীর্ঘ ৫০ বছর কাজ করে যাচ্ছে।
এই ধরনের সংগঠনের প্রতি সাধারন মানুষের প্রত্যাশা অনেক। সামাজিক অবক্ষয়রোধে পাঁচলাইশ যুব সংঘের মত সংগঠনদের আরো ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে । পাঁচলাইশে বৃহত্তর পরিসরে সামাজিক অবক্ষয়রোধে যুবকদের সংগঠিত করে সামাজিক দায়বদ্ধতা থেকে আরো ব্যাপক ভূমিকা পাঁচলাইশ যুব সংঘকে রাখতে হবে।
সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি ,নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক, লেখক, কলামিষ্ট প্রফেসর ড. আলা উদ্দিন। তিনি বলেন আমরা সংগঠন বলতে সাধারনত বুঝি পুরুষের মিলনমেলা। পাঁচলাইশ যুব সংঘে এসে দেখতে পেলাম যুবকদের পাশাপশি মহিলা সংগঠন, শিশু সংগঠনও রয়েছে।
এক কথায় বলা যায় নারী,পুরুষ,শিশু কিশোর,যুবা, প্রবীন সকলকের সম্মিলনে পাঁচলাইশ যুব সংঘ। তাছাড়া পাঠাগার,নৈশ বিদ্যালয়,স্কুলও দেখতে পেলাম। ইদানিং এতসুন্দর সামাজিক সংগঠন দেখা যায়না।
বিশেষ অতিথি ছিলেন , চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। সভায় তিনি বলেন, আমি অনেক সংগঠন ভিজিট করেছি। মহিলা সংগঠনসহ সামাজিক সংগঠন দেখা যায় না।
পাযুসে মহিলারাও সংগঠনে সম্পৃক্ত। মহিলাদেরকেও দিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করার সুযোগ আছে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক কামরুল পাশা ভূইয়া, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের আহবায়ক সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি হাজি মোহাম্মদ ইউনুছ, বক্তব্য রাখেন পাঁচলাইশ যুব সংঘের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম চৌধুরী, পাঁচলাইশ যুব সংঘের সভাপতি মোহাম্মদ আবু জাহেদ, পাযুস মহিলা ফোরামের সভানেত্রি মিসেস রাশেদা নুর, শিশু সংগঠন সবুজ মেলার পরিচালক ওমর ফারুক, কোরআন তেলায়াত করেন সবুজ মেলার হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচলাইশ যুব সংঘের প্রতিষ্ঠতা সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপদেষ্ঠা জাতীয় ফুটবলার হাজী মোহাম্মদ সাইফুদ্দিন, সাবেক চেয়ারম্যান ওমর আলী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগির, সাবেক মহাসচিব আবু হাশেম খোকন, সাবেক মূখ্য সচিব আজগর আলী, পাযুস সদস্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন,সাবেক মহাসচিব সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান সহ সংগঠনের সাবেক বর্তমান কর্মকর্তা ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাওলানা ফোরকান আল কাদেরী প্রয়াত সদস্য ও পাযুসের সমৃদ্ধির জন্য মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান,মহাসচিবদের ফুল দিয়ে বরণ করেন। এরপর প্রধান অতিথি আলহাজ¦ আ জ ম নাছির উদ্দিন পাঁচলাইশ যুব সংঘের পরিষদকে, প্রধান আলোচক ড. আলা উদ্দিন সবুজ মেলার পরিষদকে, বিশেষ অতিথি ফরিদুল আলম মহিলা ফোরামকে শপৎ বাক্য পাঠ করান। সবশেষে উপস্থিত সকলে প্রীতিভোজে অংশগ্রহন করেন।