চট্টগ্রাম ;
লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গলের (২০২৪—২০২৫) সেবা বর্ষের প্রেসিডেন্ট হিসেবে লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী ১২ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই উপলক্ষে আজ বিকাল ০৫:০০ টায় চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি কনফারেন্স হলে এক বিশেষ আয়োজনে চার্টার প্রেজেন্টেশন, দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত ডিজি টিমের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ আফসার উদ্দীন এর পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন লায়ন প্রফেসর এবিএম রাশেদুল হাসান। পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী ক্লাব সেক্রেটারি লায়ন শামসুজ্জামান। এরপর শপথ পাঠ করান লায়ন মো: সোহেল। সবার পরিচিতির পরে ক্লাবের চার্টার প্রেজেন্টেশন করেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিদায়ী প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্টর কাছে জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল এর উপস্থিতিতে গঙ্গেবল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী মাহীর অনুমতিক্রমে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নবনির্বাচিত ক্লাব সেক্রেটারি লায়ন আ.ন.ম আবদুর রহমান (নাছির)। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ডিজি টিমকে ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনায় বরণ করে নেয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
এরপর অনুষ্ঠানে শুভেচ্ছা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যথাক্রমে ডিস্ট্রিক্ট বুলেটিন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার দাশ এমজেএফ, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন ও জোন চেয়ারপার্সন লায়ন শেখ সামিদুল হক, এলসিআইএফ কো—অর্ডিনেটর লায়ন মো: হুমায়ুন কবির, ডিষ্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, সর্বশেষে প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ।
ডিজি তার শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ও তাঁর ঘোষিত সেবাবর্ষের ডাক ‘‘যত্নের ছায়া ছড়ায় মায়’’ বাস্তবায়নে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহনের আহ্বান জানান।পরিশেষে তিনি নবগঠিত ক্লাব অফিসিয়াল ও মেম্বারদের সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল ক্লাব পিন হস্তান্তর করেন।
সর্বশেষ ক্লাব প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী তার সমাপনী বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গলকে মানবিক কর্মকান্ডের মাধ্যমে আগামী সেবা বর্ষে সকল ক্লাবের মধ্যে সেরা ক্লাবে অবস্থান করে নিতে সকলের সহায়তা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে লায়ন সদস্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মেজর ড. ওয়াহিদ, ক্যাপ্টেন ফারুক, আশরাফুজ্জামান, এয়াকুব খান, রাসেল মির্জা, হাবিবুর রহমান, ইরফানুল হক, আনিসুর রহমান, খলিলুল্লাহ চৌধুরী সাকিব, টিপু সুলতান চৌধুরী, জহির উদ্দিন, লিও সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম ইভন, জুলফিকার, আকরাম, প্রমুখ।