অনলাইন ডেস্কঃ
রাজধানীর নবাবপুর এলাকার সুরিটোলা মার্কেটের পাশের একটি গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটে আগুনে সংবাদ পায় সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১০টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ১৪টি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে।