কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র বসানো হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। সৌর বিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য স্থান নির্ধারণের পাশাপাশি ইতোমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে বলে জানা যায়।
এই সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৭.৬ মেগাওয়াট বিদ্যুৎ বলেও সূত্রে জানা গেছে। কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্রিকফিল্ড এলাকায় এই সৌর বিদ্যুৎ কেন্দ্র বসানো হবে।
ব্রিকফিল্ড এলাকায় অবস্থিত ৩৪.৭৭ একর জমির মধ্যে পরিত্যক্ত ২৩.০৬ একর খালি জায়গায় নতুন এই সৌর বিদ্যুৎ সোলার প্লান্ট বসানো হবে বলে জানা গেছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটি এম আব্দুজ্জাহের কাপ্তাইয়ে নতুন সোলার প্লান্ট বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যে জায়গায় নতুন সোলার প্লান্ট বসানোর প্রস্তুতি চলছে সেখানে বসবাস উপযোগী কলোনী, স্কুল, মসজিদ, কবরস্থানসহ পিডিবির কোন স্থাপনা নেই। নতুন এই সোলার প্লান্ট বসানোর কাজ সম্পন্ন হলে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি হতে ১০% বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্য পূরণে সহায়ক হবে। এই প্রকল্প কাজ সম্পন্ন করতে আনুমানিক ৬৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
জানা যায়, বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে বিবেচনায় রেখে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোপূর্বে অধিগ্রহণকৃত জমি খালি জায়গা যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে উক্ত জায়গা সমূহে সৌর বিদ্যুৎ স্থাপনে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্রিকফিল্ড এলাকায় অবস্থিত ২৩.০৬ একর খালি জায়গায় ৭.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন একটি সোলার প্লান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।
কাপ্তাই ছাড়াও রাঙ্গুনিয়া এবং দিনাজপুরের বড়পুকুরিয়ায় সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে দরপত্রও আহবান করা হয়েছে।
আগামী মে মাসের প্রথম সপ্তাহে দরপত্র জমা দিতে সংশ্লিষ্টদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। দরপত্র যাচাই বাছাইয়ের পর সম্ভাব্য তিন মাসের মধ্যে কাজ শুরু করার বাধ্যবাদকতা রয়েছে এবং কাজ শুরুর এক বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে হবে।