চট্টগ্রামের সময় ডেস্কঃ
একুশে পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই উপদেষ্টাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল সংগীতে এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা উপদেষ্টা, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) রাজনীতিতে একুশে পদক লাভ করেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই উপদেষ্টা একুশে পদকে ভূষিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররেফ হোসেন, সংগঠনের উপদেষ্টা সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, উপদেষ্টা মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ডা. এহসানুল কবির জগলুল, লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, হারুন রশিদ আজাদ, সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণ সৃষ্টিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা। আমাদের দুজন সম্মানিত উপদেষ্টা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদক পাওয়া তার একটা বড় স্বীকৃতি।
আমরা এ জন্য গৌরববোধ করছি। সে তাগিদ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।