পটিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে গরীব দুস্থ মানুষেরা শান্তিতে থাকেন।
তাই গরীব অসহায়দের সহায়তায় তিনি ইফতার পার্টি বাদ দিয়ে সে টাকায় তাদেরকে খাবার বিতরণের নির্দেশ দিয়েছেন। এটি একটি মহৎ উদ্যোগ।
গত শনিবার সকালে পটিয়া কমিউনিটি সেন্টারে পৌরসভা আ. লীগের উদ্যোগে আয়োজিত রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পটিয়া পৌরসভা আ. লীগের সভাপতি মো. আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএনএ নাছিরের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, নুর রশীদ এজাজ, ফজলুল হক আল্লাই, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, মোহাম্মদ সাইফুল্লাহ পলাশ, জয়নাল আবেদীন, বিশ্বজিৎ দাশ, সুমন দাশ কার্তিক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, বুলবুল আকতার, মো. ইসমাইল, মুজিবুর রহমান মিরু, মনজুর–উল আলম, সঞ্জীব দাশ, আবু ছৈয়দ, আমির খসরু, জসিম উদ্দিন, প্রণব দাশ, গাফ্ফারুল বশর (মনু), মাহবুবুল আলম, মুহাম্মদ সোহেল, সৈয়দ আসাদুজ্জামান তানিম, নজরুল ইসলাম ঝন্টু, মো. হাইদার আলম, নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, জিয়া উদ্দিন বাবলু, শাহেদ, দিহান, জিসান, ফয়েজ প্রমুখ।