টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী জেলার আলীপুর ইউপির ৭নং ওয়ার্ডের মৃত মান্নান বেপারীর ছেলে।
গতকাল সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার এসআই রাজেশ বড়ুয়া।
এ সময় ভাড়া বাসার মালিকের ছেলে সুমনকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
পুলিশ ও স্হানীয়দের দাবি, পেটের ভেতর মাদক পাচারকালে বিস্ফোরণে তার মৃত্যুর ঘটনা ঘটেছে।
ভাড়া বাসার মালিক শান্তি দেবী জানান, গত আড়াই বছর আগে সাবরাং শাহ্পরীর দ্বীপের মাঝের পাড়ার সিএনজিচালিত অটোরিক্সা চালক আজিজকে তারা এ ঘর ভাড়া দেন। সেখানে নিহত এ লোক মাঝে মধ্যে আসত।
স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আহমদ বলেন, “ভাড়া বাসার মালিক শান্তি দেবীর ছেলে সুমন এ বিষয়টি জানালে তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি থানায় নিয়ে আসে এবং বাড়ির মালিকের ছেলে সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।