স্পোর্টস ডেস্কঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি–টোয়েন্টি সিরিজ সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ দল। এখন অপেক্ষা টেস্ট সিরিজের। আর এই টেস্ট সিরিজের আগে খানিকটা অনিশ্চয়তা ছিল সাকিব এবং লিটনকে নিয়ে।
টি–টোয়েন্টি সিরিজ শেষে আইপিএল খেলতে অনুমতি চাইবে সাকিব এবং লিটন তেমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে বিসিবি তাদের সে অনুমতি দেয়নি।
ফলে শেষ পর্যন্ত সাকিব–লিটনকে নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি প্রথম দেখা বাংলাদেশের। আইরিশরা টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম সফরে এসেছে বাংলাদেশে। তাই সম্ভাবনার সাথে শংকাটা কাজ করছে বেশি। কারণ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম দেখায় হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল বাংলাদেশকে।
তাই প্রথম কোনো দলের সাথে খেলতে গেলে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে হয় বাংলাদেশকে। যেমনটি করতে হচ্ছে আজ থেকে শুরু হওয়া ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সকাল ৯টায় শুরু হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভাল খেলেনি মোটেও। তারপরও প্রথম প্রতিপক্ষ আইরিশদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ভাবছে না স্বাগতিক শিবির।
দলের সবাই দারুণভাবে প্রস্তুত। যদিও টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। আর সেটা বাদ দিলে আইরিশদের বিপক্ষে দুটি ওয়ানডে এবং দুটি টি–টোয়েন্টিতে দুর্দান্ত ছিল টাইগাররা। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচের কথা বললে গত দুই সিরিজে দারুণ অবস্থায় বাংলাদেশ।
তবে টেস্ট ক্রিকেট নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। বিশেষ করে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের অনেকেই খেলে থাকেন কাউন্টি ক্রিকেটে। তাই লংগার বার্সনের ক্রিকেটে তারা বেশ কার্যকর মনে করা হয়ে থাকে। তারপরও বাংলাদেশ দলের লক্ষ্য একমাত্র টেস্টের এই সিরিজ নিশ্চিত করা।
পুরো শক্তি নিয়েই টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। রেখে দেওয়া হয়েছে সাকিব–লিটনকে। তামিম, লিটন, সাকিব, সাদমান, মোমিনুল. নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন। বল হাতেও সাকিব–মিরাজ–তাইজুলদের পাশাপাশি এবাদত–খালেদ–শরীফুলরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন। বলা যায় প্রতিপক্ষকে কোনো ধরনের সুযোগ দিতে চায় না টাইগাররা। বলা যায় বাংলাদেশের বিপক্ষে যেন নতুন করে টেস্ট পরীক্ষা আজ থেকে।