সীতাকুণ্ড প্রতিনিধিঃ
করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’ এই শ্লোগানকে সামনে রেখে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে অর্ধশতাধিক জেলেদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে এ বাছুর বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা।
এছাড়াও উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা জান্নাতুল নাঈম, নৌ–পুলিশের উপ–পরিদর্শক (এসআই) প্রদীপ দাস, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. এহসানুল হাসিব তালুকদার ও জেলে প্রতিনিধি প্রদীপ জলদাস প্রমুখ।