চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরী ও জেলা–উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
এতে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশকে ভালোবেসে সকলে যদি এগিয়ে যাই, তাহলে কাঙ্খিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।
এসময় বক্তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।রাউজানের মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ২৬ মার্চ প্রতিবছর আসে আত্মত্যাগ, আত্মপরিচয় ও ঐক্যের বার্তা নিয়ে।
এখন আমাদের দায়িত্ব–কর্তব্য হচ্ছে পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার শপথ নেয়া। ২৬ মার্চ দুপুরে রাউজান সরকারি কলেজের এবিএম ফজলে করিম চৌধুরী হলে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।
উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, এসি ল্যান্ড রিদোয়ানুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন।