প্রেস বিজ্ঞপ্তিঃ
মীরসরাইয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মীরসরাইয়ের ১ ও ২নং ইউনিয়নের হিংগুলি বাজারে, ৫নং ইউনিয়ন, ৬নং ইউনিয়ন, ৭নং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড, ৮নং ইউনিয়নের ৭নং ওয়ার্ড, ৯নং ইউনিয়ন, ১০নং ইউনিয়ন, ১২নং ইউনিয়ন, ১৫নং ইউনিয়ন ওয়াহেদপুরে, ১৬নং ইউনিয়নে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট।
এসময় এলিট বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় মীরসরাইয়ে যুবলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করি।
আজকে আমরা ১৬ ইউনিয়ন এবং ২ পৌরসভার অন্তর্গত সমগ্র উপজেলায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করি। বাকি মীরসরাইয়ের অন্যান্য ইউনিয়নে আমরা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে আসবো।
এ সময় নিয়াজ মোর্শেদ এলিটের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরাসহ মীরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।