প্রেস বিজ্ঞপ্তিঃ
বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে রাষ্ট্রপতি আবদুল হামিদ (বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী) চট্টগ্রাম তথা বাংলাদেশে উচ্চমানসমপন্ন শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালনকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদে পুনরায় নিয়োগ প্রদান করেছেন।
প্রফেসর সেনের পিতা বীরেন্দ্রলাল সেন ও মাতা স্নেহলতা সেন। প্রফেসর সেন মহানগরীতে জন্মগ্রহণ করলেও তাঁর গ্রামের বাড়ি পটিয়ার ধলঘাটে। তিনি ঢাবি থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান রাউটলেজ এন্ড কেগানপল থেকে তাঁর ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ক্লাশ ফরমেশন ইন ইন্ডিয়া’ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স গ্রন্থ হিসেবে পড়ানো হয়।
এই গ্রন্থটি রাউটলেজ আবার প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামে। এছাড়াও প্রফেসর সেন আরও ১৬টি গ্রন্থ রচনা করেছেন।