আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে অভিযুক্তকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ও সমঝোতা প্রস্তাবের ঘটনায় আনোয়ারা থানার এক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান।
তিনি বলেন, “আমাদের থানার তিন পুলিশ সদস্যকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”
এই তিন পুলিশ সদস্য হলেন আনোয়ারা থানা পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল মোহাম্মদ রিয়াজ ও মুজিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দুপুরে প্রেমিকসহ এক কিশোরী পারকি সমুদ্র সৈকতে ঘুরতে যায়। চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ইছামতি এলাকায় গেলে রকিসহ তার তিন বন্ধু ওই কিশোরীকে ধর্ষণ করে।
তখন টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও রকিকে আটক করে পুলিশ।
এএসআই ওমর ফারুক ওই কিশোরীসহ রকিকে আটক করে কালাবিবি দীর্ঘির মোড় এলাকায় নিয়ে যান। সেখানে এক ইউনিয়ন পরিষেদের সদস্যের মাধ্যমে টাকার বিনিময়ে রকিকে ছেড়ে দেন এবং কিশোরীকে বাড়িতে পৌঁছে দেন।