চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের ম‚লনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা।
“তবে স্বাধীনতা বিরোধী শক্তি দেশের এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর। আমাদের সবাইকে মিলে এই অসুর শক্তিকে দমন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষার সংগ্রামে শামিল হতে হবে।” সুতরাং সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে চাই সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য।
গত রোববার “রাণী রাসমনি বারুণী স্নানঘাটে” মহাতীর্থ বারুণী স্নান উৎসব ও মেলায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।
এসময় উৎসবে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং মোহাম্মদ ইসমাইল। সে সময় তাঁরা এলাকার উন্নয়ন কর্মকান্ডের বিবরণ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে অবহিত করেন। আরো উপস্থিত ছিলেন সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদযাপন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি নাথ ও সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশসহ সদস্যবৃন্দ।
মেয়র কাউন্সিলরবৃন্দকে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসবের জন্য স্থায়ী ঘাট নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন।