চট্টগ্রামঃ
শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ক্যাম্পেইন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ।গতকাল সোমবার এ কার্যক্রমের অংশ হিসেবে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কে জানাতে এ উদ্যোগ।
আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা যাতে সচেতন হয় এবং তাদের অধিকার ক্ষুন্ন হলে তারা আইনি পদক্ষেপ নিতে পারে।
শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়তে ভবিষ্যতে এ ক্যাম্পেইনের যৌতুক, মাদকের মতো সমস্যাগুলো নিয়েও সেশন যুক্ত করে চসিক পরিচালিত সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার, সহকারী পরিচালক রানা দেব নাথ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমা, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর বানু চৌধুরী।