প্রেস বিজ্ঞপ্তি;
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৯ মার্চ সমিতির সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে নগরীর জিইসি কনভেনশনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফিরোজ ইফতেখার। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম ভুঁইয়া শাহীন ও আবৃত্তিশিল্পী তহুরা পিংকীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দীন, ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশনের মহাসচিব অ্যাড. মো. খোরশেদ আলম, অ্যাড. মুজিবুল হক, অ্যাড. আবু মো. হাশেম, অ্যাড. মো. এনামুল হক, মো. কফিল উদ্দীন, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাড. অশোক কুমার দাশ, মহানগর পিপি অ্যাড. মো. আবদুর রশিদ, নিতাই চন্দ্র দাস। শুভেচ্ছা বক্তব্য দেন, অ্যাড. আবদুল ওহাব, অ্যাড. মোস্তাফা কামাল মনসুর, জয়শান্ত বিকাশ বড়ুয়া।
এতে অতিথি ছিলেন অ্যাড. এইচ এম জিয়াউদ্দীন, মো. ইউনুস, কাজী মো. মহসিন, মো. ইদ্রিস, অ্যাড. মো. ইলিয়াস, মো. আখতার উদ্দীন, মো. মুসা, কে এম জয়নাল আবেদীন, অ্যাড. মোস্তাফা কামাল মনসুর, মো. এনায়েত উল্লাহ, অ্যাড. এম এ বারী, আনিসুর রহমান, অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মো. সোলায়মান, গীতা পাঠকরেন লিটন মিত্র, ত্রিপিটক পাঠ করেন বুলবুল বড়ুয়া।
সভায় প্রধান অতিথি বলেন, সরকার যাতে প্রকৃত রাজস্ব হতে বঞ্চিত না হয় সেদিকে কর আইনজীবীদের লক্ষ্য রাখতে হবে। কর আইনজীবীদের প্রস্তাবিত নিজস্ব ভবনের আন্তরিক চেষ্টা করা হবে।
কর আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন ও অবকাঠামোগত মান উন্নয়ন বর্তমান সরকার আন্তরিক। সভা শেষে সংগঠনের প্রকাশনার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র পরিবেশিত হয়।