রাউজান প্রতিনিধিঃ
হালদা নদীতে কার্প জাতীয় মাছ অবমুক্ত করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল শনিবার সকালে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাঝারী আকারের রুই, কাতলা, কালি বাউশ, মৃগেল তিনশত কেজি (এক হাজার মাছ) মাছ অবমুক্ত করেন নদীর সর্তারঘাট পয়ন্টে। এসব মাছ মৎস্য বিভাগ বড় করেছে রাউজান মোবারকখীল হ্যাচারির পুকুরে।
এখানে ফজলে করিম চৌধুরী এমপি বক্তব্য রাখতে গিয়ে বলেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। এটি দেশের রূপালী সম্পদের খনি। এই নদীতে জালপাতা, মাছ শিকার, ইঞ্জিন নৌযান চলাচল, ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ আছে। এসব কাজে কেউ জড়িত থাকলে তাদের সনাক্ত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ অল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, তসলিম উদ্দিন, সুমন দে প্রমুখ।