পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) ঃ
সাততেতৈয়া মানব কল্যাণ পরিষদদের উদ্যোগ মরহুম মো: নাজিম উদ্দীন মাস্টার স্মৃতি বৃত্তি এবং কৃতি-শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নুরুল আলম ফারুকী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজ্বী মাহাবুবুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, মনসা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, মনসা ইসামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রফেসার মো: নাজিম উদ্দীন তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের কৃতি-সন্তান জনাব সিরাজুল ইসলাম মেম্বার, উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম।
সাততেতৈয়া ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ আকবর, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম, সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন মাস্টারের সুযোগ্য সন্তান মিজবাহ উদ্দীন আহমদ ইশতিয়াক তানিন, মো শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম মাসুদ, মোবারক আহমেদ তপু, ইয়াসির ফরহাদ তানভির, মো: আবু বকর, মো: আসলাম, মো: আরিফুল ইসলাম সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আরমান আজাদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাততেতৈয়া মানব কল্যাণ পরিষদের উপদেষ্টা মো: নাসির উদ্দীন মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন- মরহুম নাজিম উদ্দীন মাস্টার ছিলেন জ্ঞানের বাতিঘর। তাঁর জীবন ও কর্ম আমাদের অনুসরণীয়। তিনি সর্বদা আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং মনুষ্যত্বের বিকাশের কথা বলতেন। আর সাততেতৈয়া মানব কল্যাণ পরিষদ তাঁর ইচ্ছার প্রতিফলন করার চেষ্টা করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, একজন শিক্ষার্থীকে আগামীর বাংলাদেশের জন্য তৈরি হতে হবে। বিশ্বায়নের যুগে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে হবে। যদি লেখাপড়া শেষে নিজেকে দক্ষ ও মানবিক করে গড়ে তোলা না যায় তবে সেই অর্জন বৃথা।
সমাজ থেকে বৈষম্য দূর করা, অপরাধ দূর করা, শিক্ষার উন্নয়ন এবং দারিদ্রতা বিমোচন সমাজের ও রাষ্ট্রের প্রতি অনুগত থেকে কাজ করে যাওয়া শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব। সুতরাং তোমাদের (শিক্ষার্থীদের) পড়াশোনা শেষে পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ থেকে দেশ ও জাতি গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে।
উল্লেখ, গ্রামের পিছিয়ে পরা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় A+ প্রাপ্তদের কৃতিশিক্ষার্থী সংবর্ধনার দ্বিতীয় আয়োজন ছিল এটি।
সবশেষে মরহুম নাজিম উদ্দীন মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।