জেসমিন আকতার তুলি (পটিয়া প্রতিনিধি) চট্টগ্রামঃ
পটিয়া উপজেলার হাইদগাঁও এ অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানাভুক্ত একরাম হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার শেষরাতে উপজেলার হাইদগাঁও কলঘর এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার একরাম হোসেন হাইদগাঁও ইউনিয়নের মুনাফ তালুকদারের পুরান বাড়ির আবুল কাশেমের পুত্র।
জানা যায়, হাইদগাঁও মাহদাবাদ এলাকার একরামের নেতৃত্বে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। একরাম জনসম্মুখে কোমরে অস্ত্র নিয়ে মহড়া দেন বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে। তার বিরুদ্ধে মানুষের বাড়িঘর দখল ও আগুন দিয়ে মানুষের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় , একরামের নেতৃত্বে চোলাই মদ পাহাড়ি পথে পটিয়া সাতগাছিয়া এলাকায় এনে পটিয়ার বিভিন্ন এলাকায় পৌঁছাতে কাজ করে থাকতো তিনি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, মাদক সম্রাট একরামকে দীর্ঘদিন পর পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।