চবি প্রতিনিধিঃ
চবি পদার্থবিদ্যা বিভাগে বরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার বিজ্ঞান অনুষদের লেকভিউ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
সংবর্ধিত অতিথি ছিলেন পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। সংবর্ধিত বিদায়ী শিক্ষকবৃন্দ হলেন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়, সাবেক প্রফেসর ড. দেব প্রসাদ পাল এবং সাবেক সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।
পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী। বক্তব্য রাখেন পদার্থবিদ্যা সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. শাহিদা আখতার এবং ভারতের সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিঙের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. পুরুষোত্তম চক্রবর্তী।
উপাচার্য বলেন, চবি পদার্থবিদ্যা ঐতিহ্যবাহী একটি বিভাগ। এ বিভাগে যারা ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে তারা অত্যন্ত ভাগ্যবান। এ বিভাগে রয়েছে অনেক জ্ঞানী–গুণী স্বনামধন্য শিক্ষকমণ্ডলী।
উপাচার্য এ সকল গুণী শিক্ষকদের সান্নিধ্যে থেকে শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে দেশ–জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উপাচার্য বলেন, কর্মজীবন শেষে এ বিভাগ থেকে অবসরে যাওয়া শিক্ষকমণ্ডলী এ বিভাগ তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গর্ব। তাঁদের মেধা, মনন, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দীর্ঘজীবন আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদের নিয়োজিত রেখেছিলেন।
উপাচার্য এ সকল গুণী শিক্ষকদের আদর্শ ধারণ, লালন ও চর্চা করার জন্য তরুণ শিক্ষক–গবেষক ও শিক্ষার্থীদের আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন। সভা সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী নওসিবা তারান্নুম ইকরা ও মো. শাফিন আহমেদ।