প্রেস বিজ্ঞপ্তিঃ
বিজিএমইএর প্রথম সহ–সভাপতি ও যুব সংগঠক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। এর আগে নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে এক মিছিল মুরাদপুর এসে শেষ হয়।
বহদ্দারহাট মোড়ে মিছিল পূর্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুব সংগঠক সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিএনপি–জামাত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে।
জনগণের জান–মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা রফিকুল আলম বাপ্পির সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫নং মোহরা ওয়ার্ডে কাউন্সিলর কাজি নুরুল আমিন মামুন, দেবাশীষ আচার্য্য, তছলিম উদ্দিন, নুরুল আবছার, শফিউল আলম, মো. সরোয়ার, মো. পারভেজ, মো. আরজু, মো. ইছহাক, মো. খোকন, মো. বখতেয়ার, মো. মনির, নুরুল ইসলাম, মো. হোসেন, শহিদুল্লাহ কাউসিার, মো. ফারুক, মো. বাদশাহ, মো. গিয়াস, মো. নাজের, নাহিন, ইমাম উদ্দিন, দেলোয়ার, এস.এম মামুন, মো. সাইফুল, সুরুজ, মোস্তাফা, সিফাত, সৌরভ, হৃদয়, সরোয়ার, মহিম সাজ্জাদ, অপু প্রমুখ।