চট্টগ্রামঃ
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। হতাহতদের উদ্ধার কার্যক্রম তদারকি করেন। এ সময় উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ক্ষয়ক্ষতি হ্রাসে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বলেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মেয়র সাংবাদিকদের বলেন, দুঃখজনক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল। হতাহতদের উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।
আমি স্থানীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সব সেবা সংস্থার প্রধানদের সাথে যোগাযোগ করছি, যাতে এ ঘটনায় হতাহতদের চিকিৎসা
সেবাসহ অন্য কোনো সেবায় কোনো ঘাটতি না হয়। আমরা সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনব।
উৎসুক জনতাকে ঘটনাস্থলে ভিড় না জমানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, উদ্ধার কার্যক্রম সফল করতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি। বিএম ডিপোর ঘটনায় অযথা ভিড় জমানোর কারণে হতাহতের পরিমাণ বেশি ছিল।
অতীত অভিজ্ঞতার আলোকে সাধারণ জনতাকে অনুরোধ করছি, আপনারা অপ্রয়োজনে ঘটনাস্থলে ভিড় করবেন না। দায়িত্বশীলরা কাজ করছে। তাদেরকে সহযোগিতা করুন।