চট্টগ্রামঃ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধীদের সাথে নিয়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু গত ১৪ বছরে তাদের সে স্বপ্ন পূরণ হয়নি আর হবেও না।
বিএনপি কাকে নিয়ে সরকার গঠন করতে চায়? তারেক জিয়া লন্ডনে পলাতক আসামি, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত অসুস্থ, তাহলে কে হবেন বিএনপির প্রধানমন্ত্রী, মির্জা ফখরুল? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, খালেদা, তারেক কিংবা মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থাকতেই পারে তবে এটা দুঃস্বপ্ন, এটা কখনো পূরণ হবে না।
গতকাল শনিবার দুপুরে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ে চায়না ইকোনমিক জোন সড়ক এলাকায় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯১ সাল আর ২০০১ সালে তাদের (বিএনপি) শাসন ব্যবস্থায় পুঁড়িয়ে মানুষ হত্যার রাজনীতিও জনগণ দেখেছে। তাদের নিয়ে বলার আর কিছু থাকে না। আর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার ২০০৯’র পর থেকে ধারাবাহিকভাবে ১৪ বছরে এদেশের যে উন্নয়ন করেছে তা অতীতের কোনো সরকারের কাছে শুধু কল্পনা হয়ে থাকবে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। তাই বাংলাদেশ আর এই দেশের জনগণ শুধুমাত্র আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কাছেই নিরাপদ। যাদের হাতে দেশ নিরাপদ নয় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভবও নয়।
তিনি আরো বলেন, ২০০১ সালের নির্বাচন ছিল একটি নীল নকশার নির্বাচন। দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।
সম্মেলনে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাফর ইকবাল তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সামশুদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দসহ বিভিন্ন ইউনিয়নেরচেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে বর্তমান সভাপতি মো. আলী আকবরকে পুনরায় সভাপতি এবং রিদুয়ানুল হক রহিমকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।