প্রেস বিজ্ঞপ্তিঃ
মুক্তির জন্য যুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৮তম ব্যাচের উদ্বোধন গতকাল শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে স্কুল অফ ডিবেটের উদ্বোধন করেন দৃষ্টির সাবেক সভাপতি বৃজেট ডায়েস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার। অতিথি ছিলেন প্রাক্তন বিতার্কিক তাহিদ খান ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। বক্তব্য দেন, সহ–সভাপতি বনকুসুম বড়ুয়া, সাধারণ সমপাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান ও সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।
স্কুল অব ডিবেট উদ্বোধন করতে গিয়ে বৃজেট ডায়েস বলেন, যুক্তি, বুদ্ধিদীপ্ত উত্তর, গঠনমূলক পর্যালোচনা–সমালোচনার আসরই হলো বিতর্ক, আর যুক্তিহীন, অমর্যাদাপূর্ণ উপস্থাপনের মাধ্যমে নিজের মতামতের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টাই তর্ক। একজন বিতার্কিক অন্য যেকোনো সাধারণ মানুষ থেকে নিজেকে আলাদা
করে তুলে ধরতে সক্ষম। ৩১ বছর ধরে বিতর্কের মত একটি শিল্প নিয়ে কাজ করে একটি সুন্দর সমাজ তৈরিতে যে অবদান রেখেছে দৃষ্টি চট্টগ্রাম এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রধান অতিথি বলেন, মানুষের যৌক্তিক আচরণ দ্বারা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এটাই আমাদের কাম্য আর আমরা বিশ্বাস করি একটি যুক্তিবাদী সমাজ তৈরিতে গুরু দায়িত্ব নিবে বিতার্কিকরা। এবারের দৃষ্টি স্কুল অব ডিবেটে ২৮ তম ব্যাচে বাংলা এবং ইংরেজি মাধ্যমের চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।