চট্টগ্রামঃ
নগরীর কোতোয়ালী থানার নতুন ফিশারী ঘাট এলাকায় মাছের আড়তে আগুন লেগেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে ফিশারী ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে একটি মাছের প্যাকেটজাত করার দোকান ও একটি টংয়ের দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, রাত পৌনে ১১টায় ফিশারীঘাটের একটি মাছের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে রাজাখালী ফায়ার স্টেশন ও লামার বাজার ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে এগারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি মাছ প্যাকেটজাত করার দোকান এবং একটি টং দোকান পুড়ে গেছে।