লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ার চুনতিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল মজিদ (৪৫) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ডেপুটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে উভয় গাড়ির সম্মুখভাগ।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।