অর্থনীতি ডেস্কঃ
ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ১১ হাজার ২৫৪ কোটি টাকা। গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
প্রতিবেদনে দেখা যায়, যথারীতি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ৮৫ কোটি ৮৩ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার।
বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ২১ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৮ হাজার ১০ লাখ মার্কিন ডলার।