কাপ্তাই প্রতিনিধিঃ
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোট ডুবে দুই নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শহরের ডিসি বাংলো ঘাট এলাকায় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার জয়পুরহাট থেকে ৬৫ জনের একটি পর্যটক দল ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হয়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় শহরে ফিরছিলেন তারা।
এসময় ডিসি বাংলো ঘাট এলাকায় হ্রদে ভেসে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে তাদের বোটটির ধাক্কা লাগে এবং সবাই হ্রদে পড়ে যান।
এরপর উদ্ধারকারী ফায়ার সার্ভিস দল এবং পুলিশ সব পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হলেও দু’নারী ঘটনাস্থলেই মারা যান।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে তিন পর্যটককে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা আছে।”