চট্টগ্রামের সময় ডেস্কঃ
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন। তাঁর দুরদর্শিতা, শান্তি, প্রগতি ও সম্প্রীতির অনুকরণীয় দৃস্টান্তের কারনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার ভোলার চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট হাইস্কুল মাঠে ক্রীড়া অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর মত একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
তিনি এদেশে শাষনতন্ত্র দিয়ে গেছেন। মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারিরা নির্মমভাবে হত্যা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন মুছে দিতে চেয়েছিল। তাঁরই কন্যা শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কস্ট বেড়েছে এজন্য সরকারের করার কিছুই নেই, করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারনে বৈশ্বিকভাবেই দ্রব্যমুল্যের দাম বেড়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, চরফ্যাশন ও মনপুরায় অবিস্মরণীয় উন্নয়ন করে মানুষের ভাগ্য উন্নয়নে ১৪ বছর যাবৎ নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করছি।
চরফ্যাশন টিবি স্কুলের প্রধান শিক্ষক তানভীর আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডি, আই, জি মোঃ আক্তারুজ্জামান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ই লাহি চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান,পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর আ.লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।