সাতকানিয়া প্রতিনিধিঃ
সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা যায়, বাজালিয়ার মাহালিয়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে বাইরে বিক্রি করে আসছিল। খবর পেয়ে আজ সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
এসময় পাহাড় ও কৃষি জমির মাটি কাটায় দক্ষিণ ঢেমশা এলাকার নুরুল ইসলামের পুত্র ফরহাদুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।