প্রেস বিজ্ঞপ্তিঃ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকাল ধরে অবহেলিত কওমী মাদ্রাসার উন্নয়নে ও আধুনিকায়নে অত্যন্ত আন্তরিক।
সুদীর্ঘকাল থেকে অধিকার বঞ্চিত কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জাতির মূল ধারায় ফিরিয়ে আনা এবং কওমী সনদের সরকারি স্বীকৃতি আদায় ও সরকারি চাকুরিতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই যেখানে ধর্মীয় ইস্যুতে বরাবরই সংবেদনশীল সেখানে উগ্র রাজনীতি চর্চা ও আন্দোলন সংগ্রামের কোনো দরকার নেই। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড-‘বেফাক’ এর মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নসীম নদভীর নেতৃত্বে শীর্ষস্থানীয় কওমী স্কলার এবং কওমী শিক্ষা বোর্ড সমূহের নেতৃবৃন্দের সাথে সৌজন্য বৈঠকে শিক্ষা উপমন্ত্রী এ সব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীও উপস্থিত ছিলেন। বৈঠকে উপমন্ত্রী কওমী নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেন।