মীরসরাই প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৫ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক কর্মশালা গত মঙ্গলবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) মুহাম্মদ কামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসম আরা ফেন্সী, মীরসরাই থানার অফিসার্স ইনচার্জ কবির হোসেন ও জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির।
কর্মশালায় অংশ নেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, বারইয়াহাট পৌরমেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, জোরারগঞ্জের চেয়ারম্যান মাষ্টার রেজাউল করিম, করেরহাটের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি মীরসরাই উপজেলা পরিষদে ২০২২–২৩ অর্থবছর হতে ২০২৬– ২৭ অর্থবছরের পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিষদ আলোচনা ও তৃণমূল থেকে নানা প্রস্তাবনা গ্রহণ করা হয়।