ফটিকছড়ি প্রতিনিধিঃ
ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে এবং অপর যুবক গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটের সময় হেঁয়াকো-রামগড় সড়কের চিকনছড়া ব্রিজ এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হেঁয়াকো থেকে রামগড়গামী একটি টিভিএস মোটরসাইকেল রামগড় থেকে বারৈয়ার হাটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মো. নাসির (২২) নিহত হন। তিনি দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকার মো. আবুল হোসেনের পুত্র।
গুরুত্বর আহত হন মো. জাহিদুল ইসলাম( ২৪)। তিনি দাঁতমারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মো. ইসমাইল হোসেনের পুত্র।পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত দুই মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন এবং জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত দুইজনই রবি কোম্পানির এসআর বলে জানা গেছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভূজপুর থানার পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেন।