স্পোর্টস ডেস্কঃ
টস হেরে চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সের। ঢাকা পর্বে টসের সঙ্গে টানা ম্যাচ জিতে দারুণ সময় কাটিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। টানা চার জয় তুলে নিয়ে টেবিল টপার হয়ে আছে মাশরাফীর দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করতে নামবে মাশরাফীরা। অবশ্য চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো ঢাকার বিপক্ষে টসে হারলো সিলেট।
এদিকে ম্যাচ চলাকালীন সময়ে স্বপ্নের নায়ককে একবার স্পর্শ করার আক্ষেপ গুছানো ও পা ছুঁয়ে সালাম করে অভিবাদন জানাতে মাঠে ঢুকে পড়লো এক ভক্ত। যদিও মাশরাফি সাড়া দিয়েছেন সেই ডাকে। তবুও বেশিক্ষণ মাঠে থাকা হয়নি ওই ভক্তের। মুহূর্তেই নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে গেছেন মাঠের বাইরে।
ঢাকা ডমিনেটর্স একাদশ : নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ আরিফুল হক, উসমান গণি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ, রবিন দাস।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।