চট্টগ্রামঃ
ডেঙ্গু আক্রান্ত ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত ৬ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদনান নামে ওই শিশুর মৃত্যু হয়। শিশুর পরিবার নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওই শিশুকে ৬ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ৯ নং (শিশু) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয় বলে জানান চমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ইনসাফি হান্না। নতুন বছরে এটি ডেঙ্গুতে প্রথম মৃত্যু চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নতুন বছরে (৯ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত এক বছরে (২০২২ সালে) চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয় ৫ হাজার ৪৪৫ জন। আর আক্রান্তদের মাঝে মৃত্যু হয় ৪১ জনের।