টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্রসহ আক্তার ফারুক (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।সে টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্পের বি-ব্লকের (শেড- ১০১১/১) মনু প্রকাশ মনু খলিফার ছেলে।
গতকাল রবিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, এসআই রউফ বুলবুলের নেতৃত্বে টেকনাফ থানার একটি টিম হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালায়।
এসময় ক্যাম্পের এপিবিএন পুলিশ গেইটের সামনে ব্রিজের সাথে পাকা রাস্তার উপর থেকে আক্তার ফারুককে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।