ষড়যন্ত্র ও মানবতার দোহাই দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চাই;ভূমিমন্ত্রী
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা কর্ণফুলী থেকে নির্বাচিত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন ষড়যন্ত্র ও মানবতা দোহাই দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের সেই দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না।
তিনি আরো বলেন সারা বিশ্বে চলমান মন্দ পরিস্থিতিতে বাংলাদেশ এখনো ভালো অবস্থায় আছে যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশে থাকবে ততদিন এদেশের উন্নয়ন ও মানুষ নিরাপদে থাকবে।
তিনি আরও বলেন আমার পিতার স্বপ্ন ছিল এ কর্ণফুলী উপজেলা করার তাঁর সে স্বপ্ন আল্লাহ্ পাক আমার মাধ্যমে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন।
গত শুক্রবার (৯ডিসেম্বার) বেলা ৩ টায় উপজেলার ফকিরনিরহাট বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ট্রানেল সড়ক এলাকায় এই সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এমপি।
নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চন্দনাইশ (আংশিক সাতকানিয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এম.পি।
এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল করিম ফোরকান, সোলায়মান তালুকদার, নাজিম উদ্দিন হায়দার প্রমূখ।
উদ্বোধকের বক্তব্যে মোসলেম উদ্দিন বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কর্ণফুলী ট্রানাল নির্মাণ করে দক্ষিণ চট্টগ্রামকে ২য় টাউনে রূপান্তরিত করেছে।
ত্রি-বার্ষিক সম্মলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফারুক চৌধুরীকে পুণরায় সভাপতি ও সোলায়মান তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।