আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে হামলায় থমকে যাওয়া লংমার্চের রাজধানী ইসলামাবাদ অভিমুখে ফের যাত্রা শুরুর পরিকল্পনা বদলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।
এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা নিয়ে অচলাবস্থার মুখে এবার অবিলম্বে ঘটনার পুলিশি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর আগে ইমরান খান প্রথমে লংমার্চ মঙ্গলবার থেকে আবার শুরুর সিদ্ধান্ত জানালেও পরে দলের নেতা ফাওয়াদ চৌধুরি এক টুইটে জানিয়েছেন, আগামীকাল বুধবার দুপুর ২টায় ওয়াজিরাবাদ থেকে লংমার্চ ফের শুরু হচ্ছে।
আদালতের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল জানতে চেয়েছেন, গুলির ঘটনার চারদিন পরও পুলিশ কেন এখনও আনুষ্ঠানিক তদন্ত শুরু করেনি। অবিলম্বে তদন্ত শুরুর জন্য তিনি ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
বান্দিয়াল বলেন, পুলিশ তদন্ত শুরু না করলে অপরাধস্থলের প্রমাণ ধ্বংস হতে পারে। এভাবে মামলার প্রমাণ আদালতে বিতর্কিত এবং অগ্রহণযোগ্য হয়ে পড়তে পারে।
ফাওয়াদ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লংমার্চ একদিন পিছিয়ে দিয়েছেন। মার্চ এখন মঙ্গলবার নয়, বুধবার শুরু হবে। ইমরান এর আগে ওয়াজিরাবাদের যে জায়গায় লংমার্চের কন্টেইনার মঞ্চ হামলার শিকার হয়েছিল সেই একই জায়গা থেকে আবার যাত্রা শুরু হবে বলে জানিয়েছিলেন।
ইমরান বলেছিলেন, ওয়াজিরাবাদের যেখানে তিনি ও অপর ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, যেখানে মোয়াজ্জেম শহীদ হয়েছিলেন সেখান থেকেই আবার লংমার্চ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি এখান থেকে (লাহোর) মার্চে ভাষণ দেব।আর আগামী ১০ থেকে ১৪ দিনে আমাদের মার্চ তার আপন গতিতে রাওয়ালপিণ্ডিতে পৌঁছবে।
লংমার্চ রাওয়ালপিণ্ডিতে পৌঁছে গেলেই ইমরান তখন তাতে যোগ দেবেন এবং নেতৃত্ব দেবেন বলে জানান।