আনোয়ারা প্রতিনিধিঃ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে।
আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্ক, উপজেলা সম্প্রসারিত ভবন, অডিটরিয়ামসহ উপজেলা প্রশাসনের ৪৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
ভূমিমন্ত্রী বলেন, নির্বাচনে কারা আসল আর কারা আসল না এটা কোনো বিষয় নয়, নির্বাচন সাংবিধানিক বিষয়। সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু নির্বাচন আসলেই বিএনপি নানা তাল বাহানা শুরু করে। এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতেছে, এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের আবিস্কার। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে রাজপথে সেই আন্দোলন মোকাবেলা করা হবে। আমরা ঘরে বসে থাকব না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। উপজেলার বিভিন্ন স্থানে চলছে উন্নয়ন কর্মকাণ্ড। দেশের মেগা প্রকল্পের অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী টানেল) উদ্বোধন হলে পাল্টে যাবে পুরো চট্টগ্রামের চিত্র। দেশ ও দেশের মানুষ শেখ হাসিনা সরকারের কাছে নিরাপদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায়, এতে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য চেমনারা তৈয়ব, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী সচিব অ্যাডভোকেট ইমরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) হুমায়ুন কবির, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।