আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জোনের আল্লামা হাশেমী (রহঃ) শিক্ষা বৃত্তিতে অংশগ্রহনকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরনী ও গুনীজন সম্বর্ধনা- ২০২২ ইং গত কাল শুক্রবার বিকেলে উপজেলা সদরস্থ এডভোকেট আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার উপজেলার ইউএনও শেখ জোবায়ের আহমেদ,
উদ্ভোধক ছিলেন শাহজাদা কাযীআ মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী,ছোট শাহজাদা কাযি মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী।
সভাপতিত্ব করেন আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি আনোয়ারা জোনের প্রধান,গাউছিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মাওলানা মনির আহমেদ আনোয়ারী।
উত্ত সম্বর্ধনা-অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধীয় অতিথি আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি কেন্দ্রীয় পরিষদের পরীক্ষা ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ ‘ র উপদেষ্টা, আঞ্জুমানে মুহিব্বানে রাসুল( দ:) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক, জনাব ইব্রাহিম মিয়া কে সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ও অন্যতম আকর্ষণ শাহজাদা এ ইমামে আহলে সুন্নাত পীরে তরীকত আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী( মু: জি:আ:) সাজ্জাদানশীনে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ ও রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সোলাইমান আলকাদেরী,
আবু সাদাত মুহাম্মদ সায়েম, এস এম ওবায়দুল কাদের, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন,মাওলানা মুহাম্মদ নুরুল আলম চিশতি, আহমেদ হোসেন, মাষ্টার আবুল হোসেন প্রমূখ।
ব্যবস্থাপনায় ছিলেন, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা, চট্টগ্রাম।