চট্টগ্রামঃ
আনোয়ারা উপজেলার দুই বিএনপি নেতাকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। সংঘঠিত ঘটনায় বিএনপি নেতাদের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে আবারো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, গতকাল শনিবার দক্ষিণ জেলার বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির প্রতিনিধিদের সভা ডাকা হয। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল।
প্রতিনিধি সভাশেষে বিকেল সাড়ে চারটায় দোস্ত বিল্ডিং চত্বরে হঠাৎ প্রতিপক্ষের ছুরির আঘাতে আনোয়ারা বিএনপির দুই নেতা সাবেক আনোয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি ‘র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির আনসার (৫১)ও বিএনপি নেতা রফিকুল ইসলাম খোকা (৫১)গুরুতর আহত হযেছে।
উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ তলায় সার্জারি বিভাগে ভর্তি রয়েছে। সংঘঠিত ঘটনায় পরস্পর পরস্পরকে দোষারোপ করছে। আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ভিপি মোজাম্মেল হক বলেন হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা আনসার ও খোকা ভাইকে ছুরির আঘাত করেছে।
বিএনপির একটি গ্রুপ সংঘঠিত ঘটনার জন্য হেলাল গ্রুপকে দায়ী করেছে। উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন জানায় কি কারনে ছুরির আঘাত হয়েছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্যেই নিজেদের মধ্যেই এ ঘটনা ঘটাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানায় প্রতিনিধি সভায় হেলাল গ্রুপ ও আনসার গ্রুপের মধ্যে তর্কাতর্কি হয়। তারই জের ধরে এ ঘটনা ঘটেছে।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতেই আনোয়ারা উপজেলা বিএনপির আাহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। বর্তমানে আহ্বায়ক কমিটি ত্রি ধারায় বিভক্ত। এলাকায় কেন্দ্রীয় কর্মসূচি গুলো পৃথক পৃথকভাবে পালন করা হচ্ছে। ভিন্ন একটি সূত্র জানায বিরোধ মিটাতেই কেন্দ্রীয় নেতারা আজ সভা ডেকেছে।