হাটহাজারী প্রতিনিধিঃ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-৭। আটকরা হলেন দক্ষিণ রাঙ্গুনিয়া মাইশাবাম গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র কামাল উদ্দীন প্রকাশ গাছ কামাল (৩৮) ও একই এলাকার মো. নূরুল ইসলামের পুত্র মো. ইউসুফ (২৪)।
গত শুক্রবার ভোরে বালুছড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশন ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ১৯ জুলাই দক্ষিণ রাঙ্গুনিয়ায় আটক গাছ কামাল ও মো. ইউসুফ তাদের দলবল নিয়ে এনাম উদ্দিনের বসতঘরে গিয়ে স্ত্রীর সামনে গুলি করে হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৫ জন নামীয় এবং অজ্ঞাত নামা ৭/৮ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি রুজু হওয়ার পর থেকে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব-৭ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ভোরে দুই আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল মর্মে স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।