প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ বিশ্বের কাছে এক অপার বিস্ময় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দারুল উলুম কামিল মাদরাসা কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে মাদরাসা গভর্নিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, কঠোর পরিশ্রম, মেধা, অসীম সাহস, ধৈর্য ও দেশপ্রেমের আদর্শ হৃদয়ে ধারণ করে সব হারিয়েও বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করার ব্রত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এগিয়ে যাওয়ার এ ধারাকে যেকোন মূল্যে ধরে রাখতে হবে। সেজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, একাডেমিক প্রধান মও. আনোয়ার হোসাইন মুফাসসির, ছাত্র প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ।