বাঁশখালী প্রতিনিধিঃ
রাতে আঁধারে টিসিবির পণ্য একটি মুদি দোকানে মজুদ করার সময় ট্রাক জব্দ ও চালক-হেলপারকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে তাদের আটক করেন।
জব্দকৃত টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল।
জানা গেছে, এসব পণ্য খোলাবাজারে বিক্রয়ের জন্য ডিলার আমান অ্যান্ড ব্রাদার্সকে দেওয়া হয়। কিন্তু তা না করে এসব পণ্য মুদি দোকানে বিক্রি করা হচ্ছিল।
সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে দেওয়া হলেও চুরি করে এসব পণ্য রাতের আঁধারে একটি মুদির দোকানে মজুদ করছিল তারা।
খবর পেয়ে গাড়িটি জব্দ করি এবং চালক ও হেলপারকে আটক করি। তাদেরকে বাঁশখালী থানায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।