বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালীতে ১২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, তিন হাজারের অধিক ইলিশ, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। গত বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শনিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
স্থানীয় ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট চট্টগ্রামের অন্তর্ভুক্ত সাগর এলাকায় ৯টি মাছ ধরার বোটে ডাকাতি সংঘটিত হলে র্যাব-৭ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করে তদন্ত শুরু করে। এরপর গত বৃহস্পতিবার থেকে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১২জন জলদস্যুকে আটক করে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বোট, আনুমানিক ৩ হাজার ইলিশ, মাছ ধরার বড় জাল, ৩টি ওয়ান শুটারগান, ১টি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, ১টি বাইনোকুলার, ৪টি টর্চ লাইট, ২টি হ্যান্ড মাইক, ৭০টি মোবাইল, নগদ ৫,৭০০ টাকা উদ্ধার করা।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে।