প্রেস বিজ্ঞপ্তিঃ
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্সির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পতি নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্তোরায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন মাহমুদ হাসান। লায়ন ইঞ্জিনিয়ার রিদোয়ান উল হকের সঞ্চালনায় প্রথম পর্বে বিগত দিনের কার্যাবলী তুলে ধরা হয়।
২০২২-২৩ সেবা বর্ষের কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের ও বরণ করে নেয়ার মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। নব নির্বাচিত ক্লাব সচিব লায়ন বিদেশ বড়ুয়ারর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত ক্লাব সভাপতি লায়ন সাব্বির আহমেদ।
নবনির্বাচিত সভাপতি সকল সিনিয়র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সাথে ক্লাবের গৌরব ধরে রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। নগরীর একটি এতিমখানায় শুকনো খাবার বিতরনের মাধ্যমে লায়ন সাব্বির আহমেদ তার সেবাবর্ষ উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন সামসুল হক, লায়ন এস.এম আশরাফুল আলম আরজু, লায়ন এমদাদ হোসেন, লায়ন মো. জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন মো. জাকিরুল ইসলাম, লায়ন মোহাম্মদ মোহসেন আলী, লায়ন রোকনুজ্জামান রাশেদ, লায়ন সৈয়দ মোরশেদ হোসাইন, লায়ন মো. রেজাউল ইসলাম, লায়ন মো. নাসির উদ্দিন, জেরিন তাজনিম মাঈশা প্রমুখ।