সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নিরবচ্ছিন্ন পানি-বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নারী-পুরুষসহ প্রায় দুইশ’ জনকে আসামি করে ৬টি মামলা হয়েছে।
আজ বুধবার(২৪ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ বাদি হয়ে মামলাগুলো দায়ের করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “জঙ্গল সলিমপুরের বাসিন্দারা পানি-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা প্রদান ও গাড়ি ভাঙচুর করায় সীতাকুণ্ড থানায় ৬টি মামলা দায়ের হয়েছে।
এসব মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।”